তাড়াশ (সিরাজগঞ্জ) সবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় আপন ভাইবোন সহ ৩ জন নিহত হয়েছে । চালক সহ নিহত শিশুর মা ও বোন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার খুঁটিগাছা-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুরগ্রামের ব্রিজের পূর্ব পার্শে এ দুর্ঘটনাটি ঘটে।। নিহতরা হলেন, অটোরিক্সা যাত্রী তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১০), মেয়ে তুবা খাতুন (৮ মাস) ও অপরযাত্রী কোহিত গ্রামের মৃত. বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন (৫২)।
আহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী জান্নাতি বেগম(৩৫), মেয়ে মালিশা (৭) ও অটোচালক আব্দুল হালিমের ছেলে মকুল হোসেন (৪৪)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গরুবোঝাই একটি নসিমন গাড়ী নওগাঁ হাটের দিকে বেপরোয় গতিতে যাচ্ছিল। এ সময় নসিমন গাড়িটি যাত্রী বোঝাই অটোরিক্সাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নেয়ার পথে শিশু তুবা খাতুন মারা যায়।
তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজেদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন জন মারা যায়। আহতদের জখম গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.