
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কে পেশাগত অসাদারণের কারণ দেখিয়ে পরিচালনা কমিটি সাময়িক ভাবে বরখাস্ত করেছে। তারস্থলে উপাধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ কে দায়িত্ব দেয়া হয়েছে।
কলেজ সূত্র জানায়, গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অ্যাডহক কমিটির দায়িত্বপান বিএনপি নেতা অধ্যাপক মো: আব্দুর রহিম।
দায়িত্ব নেয়ার পরপরই তিনি কলেজের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের বিষয়ে অধ্যক্ষ কে একাধিক কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু তিনি সে নোটিশের জবাব না দিয়ে কলেজে অনুপস্থিত থাকেন।
এ কারণে গত ২৩ ফেব্রæয়ারি কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এ প্রসঙ্গে কলেজের উপাধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ বলেন, গভর্নিং বডি মিটিং করে আমাকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব দেয়া হয়েছে। আজ (২৬ ফেব্রæয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।
গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো: আব্দুর রহিম বলেন, দীর্ঘ দিনধরে অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কলেজে অনুস্থিত থেকেছেন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি তার জবাব দেননি। একারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে