লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নিবাহী অফিসার সুইচিং মং মারমার নেতৃত্বে র্্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বর এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আনিছুর রহমাম, মডেল কেয়ারটেকার মো আব্দুল মাজিদ, সাধারন কেয়ারটেকার মো: শাহেদ আলী, দোবিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ, মাগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হাসিনুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শহিদুল ইসলাম প্রমূখ।
রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, রমজান মাসে জিনিস পত্রের দাম বৃদ্ধি না করার মিছিল থেকে দাবি জানানো হয়।