লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে ভেলু চেইন অ্যাক্টর দের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারী) মঙ্গলবার সারাদিন তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে হার্ভেস্ট প্লাসের আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,হার্ভেস্ট প্লাসের ডিভিশনাল কোঅর্ডিনেটর জাকিউল হাসান, বিজনেস কনসালটেন্ট সালেহ মোঃ সিহাব উদ্দিন,তাড়াশ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
কৃষিবিদ মামুন বলেন,
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য।
কৃষিপণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে এটি নিশ্চিতভাবে বলা যায়। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে উক্ত নীতিমালায় যেসব বিষয়ে জোর দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিপণ্যে মূল্য সংযোজন ও ভ্যালু চেইনের উন্নয়ন ঘটাতে হবে।