লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির রাজশাহী বিভাগীয় টিমের প্রধান বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর প্রতিনিধি টিম তাড়াশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ ২৩ ডিসেম্বর সোমবার সকালে তাড়াশ জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর।
মতবিনিময় সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান ফাহিম,
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ব্যক্তিগত সহকারী ফারুকুল ইসলাম সেলিম।
এ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম,জয়নুল আবেদীন মাহবুব পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাফি খোন্দকার, ছাত্র সম্ময়ক সাব্বির খোন্দকার প্রমুখ।
প্রতিনিধি দলে প্রধান রেজাউর রহমান ফাহিম বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১দথা বাস্তবায়নে লক্ষ্য বিএনপি সারাদেশে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে এসেছি। আগামীতে তৃণমূলের ভোটে দলের কমিটি গঠন করা হবে। কোন উপকার পকেট কমিটি হবে না। এখনো আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র করে দিতে হবে।