
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আজ (১৬ ই মার্চ) রবিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কাঞ্চনশ্বেরের আব্দুল কাদেরের বাসায় ইফতার মাহফিলে প্রধান অতিথির উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী জননেতা মোঃ জহুরুল ইসলাম।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অন্যতম নেতা আবু হাসান,
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম,গুরমা ওয়ার্ড বিএনপির বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা পিএম আইয়ুব আলী,ইউনিয়ন মৎস্যজীবি দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ,ছাত্রদলনেতা সাগর ,বিদ্যুৎ,সহ আরো অনেকে ।
প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোগমুক্তি কামনা করেন। তিনি আরো বলেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করেছি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। এটা আমাদের প্রাথমিক বিজয়। এখন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। সেজন্য গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি এবং থাকব।’