
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তাড়াশ পৌর বিএনপি আহ্বায়ক তপন গোস্বামী ও সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল (১০ অক্টোবর) বৃহস্পতিবার রাতে পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌর এলাকার পূর্ব সোলাপাড়া,খুটিগাছা,চালামাগুড়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গ পূজা কমিটির সভাপতি সেক্রেটারি সাথে মতবিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কুমার গোস্বামী তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী আব্দুল বারিক খোন্দকার, বিএনপি নেতা তাড়াশ কলেজের ইংরেজি প্রভাষক আব্দুল কাদের, তাড়াশ মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুজ্জামান দুলাল, উপজেলা তাঁতি দলের দলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পৌর বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আকতার হোসেন,সিরাজুল ইসলাম, যুবনেতা মজিবুর রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান খান, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম,পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম আমিন, দুলাল হোসেন, মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলভী,পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তারা যাতে নির্বিঘ্নে পুজা অর্চনা করতে পারে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।