লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ও ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তাড়াশ পৌর জামায়াতের আয়োজনে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ও ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যা
সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতিত্ব কাওছার হাবীব ।
দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ও ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ডঃ মুহাম্মদ আব্দুস সামাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা এবিএম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম,তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খ, ম সাকলাইন, সেক্রেটারি মাওলানা শাজাহান আলী মাষ্টার, সিরাজগঞ্জ জেলা শিবিরের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোক্তার হোসাইন, প্রভাষক আবুল বাশার শিবিরের সভাপতি ইয়াহিয়া খান, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আলী আক্কাস আকাশ।
পৌর জামায়াতের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কাওছার হাবীব, সাধারণ সম্পাদক প্রভাষক আলী আক্কাস আকাশ ।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বগুড়া সমন্বয় শিল্প গোষ্ঠীর শিল্পীরা।