
লুৎফর রহমান তাড়াশ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে তাড়াশে শারদীয় দুর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৫ অক্টোবর) বিকেলে তাড়াশ রাঁধা গোবিন্দ মন্দির সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ ও পৌর পুজা উদযাপন পরিষদের আয়োজনে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন
বিষমডাঙ্গা বালিকা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খগেন্দ্রনাথ মাহাতো।
পূজা পূর্ণমিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর।
পুনর্মিলনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক
শ্যাম সুন্দর টুটুল, সনাতন সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মানুষ চন্দ্র রায় সনাতন দাশ
আদিবাসী নেতা সুশীল মাহাতো, ধীরেন বসাক, বাসুদেব উড়াও, পরেশ মাহাতো, বিচিত্রা রানী, সনজিত মাহাতো প্রমূখ।
বক্তারা শারদীয় দুর্গোৎসবের সাফল্যের পাশাপাশি এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনগুলোতেও এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীরকে এমপি মনোনয়ন দেয়ার জোড় দাবী জানান।