তাড়াশে নারী থেকে পুরুষে রূপান্তর হাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে হিন্দু ধর্মাবলম্বী ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমা সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন তমা সরকার নিজে ও তার মা শিখা রানী। বুধবার (১৭ জানুয়ারি’) বিকেলে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ একনজর তমাকে দেখার জন্য ভিড় করে তাদের বাড়িতে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল থেকেই তমা সরকারের বাড়িতে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে যান বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুটে আসে তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জা ও ভয়ে বিষয়টি নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে তার বেশ কিছুদিন কেটে যায়। পরে তিনি রাজশাহীতে আলহাজ সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি বলেন।

তমার মা-বাবা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রূপান্তরিত হয়েছেন। তারপর তমাকে রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরও ভালোভাবে পরীক্ষা করে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তমার বাবা সুধান্ন সরকার বলেন, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করে মেয়ে তমা। এসএসসি পাস করার পর রাজশাহীতে আলহাজ সুজা উজ দৌলা সরকারি কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময় তার সহপাঠী প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি আমাকে অবগত করে। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই।

তমা মা শিখা রানী বলেন, আমি তাকে অনাবৃত করে দেখেছি। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।’

তিনি আরও বলেন, হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনো পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক বলেন, ঘটনাটি অনেকদিন আগে ঘটলেও বিষয়টি আজকে জানাজানি হয়েছে। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, অনিবন্ধিত ও অবৈধ অনলাইনের বিরুদ্ধে

যমুনার পানি বিপদসীমার উপরে: চলছে ভাঙন, ৩শতাধিক ঘর-বাড়ী নদীগর্ভে

ইয়াহিয়া খান, এনায়েতপুর সংবাদদাতা: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। সে সঙ্গে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহের ব্যবধানে শাহজাদপুর

সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি)। সকালে উপজেলার মৌলারপাড় এলাকা

নজরুল ইসলাম হতে পারেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম হতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য যে, রোববার প্রধানমন্ত্রীর প্রেস

‘নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে আওয়ামী লীগের কোন্দল’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নির্বাচন পরবর্তী কোন্দল বন্ধে বিভিন্ন রকম উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না। বরং আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল

এই সব সুশীলদের এখন কী হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সুশীল সমাজের কিছু প্রতিনিধি আছেন যাদেরকে মনে করা হয় তারা মার্কিনপন্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা গর্ব অনুভব করেন।