লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাড়াশ উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমা ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি স, ম আফসার আলী, উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন,বীরমুক্তিযোদ্ধা এস,এম আব্দুর রাজ্জাক,তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইরফান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী,পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীব, রিপোর্টার ইউনিটির সভাপতি মির্জা ফারুক ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মাহমুদুর রহমান মিলন সহ আরো অনেক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাজাহান আলী, ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন খোন্দকার সহ বিভিন্ন দফতরে দপ্তর প্রধানগন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলার মধ্যে তাড়াশ উপজেলা শস্য ভান্ডার হিসেবে খ্যাত তাই এখানে কোন ক্রমেই পুকুর খনন করতে দেওয়া যাবে না। পুকুর খননের সাথে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও তাড়াশ থানার ওসি কে নির্দেশ দিয়েছেন।