
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে তাড়াশ ফাজিল মাদ্রাসা হলরুমে শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাড়াশ পৌর জামায়াতে আয়োজনে
শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ সভাপতিত্ব করেন তাড়াশ পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওসার হাবীব। প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা অধ্যাপক আব্দুস সালাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুল লতিফ, জামায়াত নেতা ডাঃ আব্দুস সাত্তার,উপজেলা জামায়াতের আমীর খ ম সাকলাইন, সেক্রেটারি শাহজাহান আলী মাষ্টার, সলঙ্গা থানার সেক্রেটারি মোঃ রাশেদ, এডভোকেট তাজ উদ্দিন,মাওলানা আলতাফ হোসেন। কর্মী সমাবেশ দারুস পেশ করেন মাওলানা মোক্তার হোসাইন ।