
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে ঢাকায় ১৯ তারিখ জাতীয় সমাবেশ কে সফল করার জন্য পৌর জামায়াতের আয়োজনে বিকেলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াত অফিস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওসার হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর খ.ম. সাকলাইন, সেক্রেটারি মাওঃ মোঃ শাহজাহান আলী, কর্ম পরিষদ সদস্য আলহাজ মোঃ ইউনুস আলী, অধ্যাপক আবুল বাশার খন্দকার, পৌর জামায়াতের সেক্রেটারী প্রভাষক আলী আক্কাস আকাশ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার, তালম ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ ইসহাক আলী, বারুহাস, ইউনিয়ন সভাপতি গোলাম কিবরিয়া, মধাইনগর ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুল বারী, ছাত্রশিবির উপজেলা সভাপতি মোঃ আজিজুল হক প্রমুখ।