
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ ১২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ( অঃদাঃ) মীর মোহাম্মদ সফির সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী নুসরাত জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্রী গোপাল কুমার সেন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণ ও সনদ বিতরণ করা হয়