
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে
উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কেরামত আলী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা ইমাম সমিতির প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সবুর রহমানী।
আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোক্তার হোসেন, মুফতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মাওলানা জমশেদ আলী, মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল কাসেম, মাওলানা ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।
বক্তারা শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে সবাই একসাথে কাজ করার আহবান জানান। এ সময় বক্তরা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন- সমাজে বসবাসকারী সকল মানুষের অধিকার সমান। এই অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবানও জানান তারা।
সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের ইমাম সমিতির সভাপতি-সম্পাদকরা ও বিভিন্ন মসজিদের ইমামগণ
উপস্থিত ছিলেন।’