লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলেপ আহমেদ (৫০) নামের একজন কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার বলভা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমার বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা লাবু হোসেনের ছেলে মোস্তাকিম(১৪) সাথে কথা কাটাকাটি হয় আবু তালেব( ৪০), আলেপ আহমেদ (৫০) ও মোন্নাফ হোসেনের (৩৫)।
এরই এক পর্যায়ে তারা মোস্তকিমের গলায় ও শরীরের ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মোস্তাকিম কে উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তারা আলেপ আহমেদ কে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেপ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.