
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ই মার্চ) বৃহস্পতিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাধাইনর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী
জননেতা জহুরুল ইসলাম।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,গুরমা ওয়ার্ড বিএনপির বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন মৎস্যজীবি দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ,ছাত্র নেতা বিদ্যুৎ,সহ আরো অনেকে ।
প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম বলেন,
পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনেরষ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাস্তা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হোসেন ।