লুৎফর রহমান তাড়াশ: গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ এই প্রতিপাদ্য সমানে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে অর্জুন, বহেরা,নিম, বট, পলাশ, জারুল, কৃষ্ণচূড়া, কাঠবাদাম, জাম ,আমলকি সহ ৬০ টি গাছ রোপন করা হয়।
আজ (১১ নভেম্বর) সোমবার সকালে দিঘী সদগুনা - লালুয়া মাঝিড়া আঞ্চলিক সড়কে গাছের চারা বিতরণ ও ফলজ বনজ ঔষধি চারা রোপণের সময় উপস্থিত ছিলেন ,লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামন, ভিলেজভিশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী সাইফুল ইসলাম, পরিচালক শরীফ খন্দকার।
শিক্ষক জহুরুল ইসলাম,ভলেন্টিয়ার তুহিন সরকার সহ আর ও অনেক।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.