
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২১বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে উপজেলার পৌষার বাজারে পরিত্যক্ত অবস্থায় ২১
চালগুলো জব্দ করা হয়। এসময় চাল ব্যবসায়ীরা প্রশাসন আসার খবর পেয়ে পালিয়ে যায়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় পৌষার বাজারে ১৫ টাকা কেজিতে ডিলার পয়েন্টে চাউল বিক্রি করা হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সেখানে কিছু অসাধু ব্যবসায়ী চাল ক্রয় করে নিয়ে যাচ্ছে ।পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১ বছর চাউল জব্দ করা হয় এ সময় কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা
ইকবাল হোসেন জানান,চালের কোন মালিক না থাকায় এতিমখানার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।