তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবীতে মিছিল করেছেন তালম ইউনিয়ন বিএনপি ও অংঙ্গসংঠনের নেতা কর্মীরা।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার গোন্তাবাজারে তালম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলাইমান মাস্টারের নেতৃত্বে একটি বিশাল মিছিলটি বের হয়।
এ সময় মজনুর গালে জুতা মারো তালে তালে, মজনুর চামরা তুলে নিবো আমরা, ভন্ড মজনুর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, মজনুর ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন নেতা কর্মীরা।
মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যাপক মো আব্দুর রহিম, তালম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলাইমান মাস্টার, তালম ইউনিয়ন কৃষকদলের আহবয়ক মো. আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক দশের আলী, আব্দুর রাজ্জাক, তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. ইসহাক আলী, তালম ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. দিদার হোসেন খাঁন, সদস্য সচিব মো. আইয়ুব আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ২০২২ সালের ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চারমাথা আকবর আলী বাজারে নিজেরাই ফটকা ফুটিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মিথ্যা অভিযোগে অজ্ঞাত ১২০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন তালম ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু। সেই সময় ওই মামলায় বিএনপির অনেক নেতা কর্মীর জেল জুলুম, অত্যাচার হয়েছে। আজ দুপুরে ওই মজনুকে গ্রেফতার করেছেন পুলিশ। এজন্য তাড়াশ থানার ওসিসহ অফিসারগণকে ধন্যবাদ জানায়। পাশাপাশি ওই মজনুর ফাঁসিও দাবী করেন তারা।