তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে ।
শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা সংঘটিত হয়।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে লোকজন জানতে পেরে, পুলিশ কে খবর দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মর্মে ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের বীজধানের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙ্গে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা বীজধান লুট করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এছাড়াও একই বাজারের পূর্বপাশে মো: আনিসুর রহমানের বাসা বাড়ির গেটের তালা কৌশলে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজন কে অজ্ঞান করে। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুন কে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে পুলিশ কে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে চেতনানাশক ছিটিয়ে ৮ টি ডাকাতি সংঘটিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। যারফলে এ অঞ্চলের জনমনে আতঙ্ক বিরাজ করছে।
তাড়াশ থানার অফিসার- ইন -চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, এটা ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.