লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার ( ৪অক্টোবর) শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে তাড়াশের কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চলনবিল বার্তায় সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান ও তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন,সরকারী আজিজুল হক কলেজ সহযোগী অধ্যাপক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন, সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মোতালেব,দবিলা উচ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান মাহবুব,গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক শিশির আহমেদ মতিন ও তাড়াশের গুণীজন ও কৃতিসন্তান বইয়ের গ্রন্থাকার সাহিত্যিক সাইফুল ইসলাম সাইফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক লুৎফর রহমান।
সভায় বক্তারা তাড়াশে বিভিন্ন গুণীজনদের জীবনের উল্লেখযোগ্য কাজকর্ম নিয়ে আলোচনা করেন।
বইটিতে ৫৪ জন তাড়াশের গুণীজন ও কৃতিসন্তান তথ্য তুলে ধরা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.