ঢাকা-১৭ আসনে পুনর্নির্বাচনের দাবি হিরো আলমের

সেলিম রেজা (স্টাফ রিপোর্টার)

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার (২৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ দাবি জানান তিনি।
হিরো আলম বলেন, নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। সেদিন তারা জাল ভোট দিয়েছে।
আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ১২ থেকে ১৩ বছরের ছেলে মেয়েরা ভোট দিচ্ছে। একটা মেয়ে ১০ থেকে ১৫টা ভোট দিয়েছে।
তাদের জোড় করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ সহকারে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছি। আমরা এ ফলাফল বাতিল চাই। পুনরায় নির্বাচনের জন্য এখানে এসেছি।
তিনি বলেন, আপনারা ভিডিও ফুটেজ দেখেন। সেদিন ভোট কত সুষ্ঠু হয়েছে। মন্ত্রিপরিষদকে, স্পিকারকে, বিনীত অনুরোধ করবো আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারেন। কারণ মানুষের সাক্ষী- প্রমাণের ওপর সবকিছু নির্ভর করে। ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখবেন। রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে পারেন। এ জন্য এখানে আপিল করলাম। আপিলের শুনানি দেখার অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, আমাকে নিরাপত্তা তারা দেয় নাই। আমি জীবন বাঁচানের জন্য যখন বিজিবির গাড়ির পাশে গেলাম একটা লোকও কিন্তু নামে নাই। ডিএমপি কমিশনারের ফারুক সাহেবের কথা দুঃখজনক। কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করছে।
নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোট করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কেন? ঢাকা শহরে থাকি বলে নির্বাচন করছি। অন্য জায়গায় কেন নির্বাচন করবো?
হিরো আলম বলেন, এ সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম। ২০১৮ তে নির্বাচন করেছি তখন কিন্তু মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপ-নির্বাচন করে সেখানেও মার খেলাম। এখান এসে নির্বাচন করলাম এখানেও মার খেলাম। তাহলে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি বলেন? এ সরকারের অধীনে কতটা সুষ্ঠু নির্বাচন হয় তা জনগণের কাছে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসেবে জনগণের পিছে কাজ করতে চাই। এর বাইরে কিছু না।
ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণের দিন বিকেল ৩টা ২০ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে হিরো আলমের ওপর হামলা চালানো হয়। এ ঘটনা বিদেশি দূতাবাস, জাতিসংঘ নিন্দা জানিয়ে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে। প্রধানমন্ত্রীও জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের আমলাতন্ত্রের কমন চরিত্র যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা: নুরুল হক নুর 

ঢাকা উত্তর প্রতিনিধি: আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে তারা সেদিকে ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকে তারা

সিরাজগঞ্জের যুবকসহ ভারতীয় সেই গৃহবধূ গ্রেপ্তার।

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি প্রেমের টানে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছুটে এসে বিয়ে করা ভারতীয় নারী নার্গিসা বেগম (৩০) ও তার বাংলাদেশি স্বামী জুয়েল সরকারকে

১৭ হাজার মালয়েশিয়া প্রবাসীর স্বপ্নভঙ্গ

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হয়েছ গত শুক্রবার রাতেই। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই ছিল দেশটিতে কর্মীদের যাওয়ার শেষ সুযোগ। এরপর গতকাল

সিরাজগঞ্জে ৮দফা দাবিতে সনাতনধর্মালম্বীদের গনসমাবেশ ও মিছিল

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গনসমাবেশ ও মিছিল করেছে সনাতনধর্মালম্বীরা। শনিবার (০২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌরমুক্ত মঞ্চে দাবি

বৃষ্টি কবে হতে পারে জানাল আবহাওয়া অফিস

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এ সময়ে দিনে গরম তো থাকছেই, রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে, তা

অন্তর্বর্তী সরকারের দ্রুত রোডম্যাপ প্রকাশ করা উচিত: টিআইবি

নিজস্ব প্রতিবেদক: অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করা উচিত। সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন ও বিতর্ক থাকবে না বলে