নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানিয়েছেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেয়া হচ্ছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘এখন তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই, সিনিয়ররা পরে সিদ্ধান্ত নেবেন।’
ঘটনার আগে ডিআরইউ মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিলো ‘মঞ্চ ৭১’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি অনুষ্ঠানে আসেননি।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ‘দল-মতের সব মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। প্রোগ্রাম চলাকালীন লতিফ সিদ্দিকী উপস্থিত হন। কিছুক্ষণ পর ২০-২৫ জন যুবক এসে অনুষ্ঠানস্থলে হৈচৈ শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে, তবে কারো গায়ে হাত দেয়নি।’
পরে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু যুবক মিলনায়তনে প্রবেশ ও সেখানে অবস্থান রোধ করার চেষ্টা করেন।
ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনার উদ্দেশ্য ও আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.