ঢাকা মহানগর আওয়ামী লীগে নজিরবিহীন পদ বাণিজ্য: ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের থানা এবং ওয়ার্ডের প্রস্তাবিত নাম কেন্দ্রে জমা পড়ে। চলতি মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এ কমিটিগুলোর নাম জমা দেয়া হয়। আর এ জমা দেয়ার পরই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে যে, ঢাকা উত্তর এবং দক্ষিণে ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের কমিটি গঠনে নজিরবিহীন পদ-বাণিজ্য হয়েছে।

লাখ লাখ টাকার বিনিময় হয়েছে এবং এর সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত। এবিষয়টি জানার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এর মধ্যেই বিষয়টি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোচরে এসেছে। তিনি এনিয়ে ক্ষুব্ধ হয়েছেন তার নির্দেশে এই কমিটি গুলো স্থগিত হয়ে আছে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই কমিটি গুলো অনুমোদিত হচ্ছে না। এগুলো বাতিল হচ্ছে। প্রধানমন্ত্রী কারা কারা পদ-বাণিজ্য করেছেন তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা মহানগরের দায়িত্বে আছেন। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি এলে এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগ সভাপতি খবর পেয়েছেন, লাখ লাখ টাকার বিনিময়ে কমিটিতে লোক নেয়া হয়েছে। এনিয়ে আওয়ামী লীগের অন্তত দু’জন প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে তিনি কথা বলেছেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের যে দু’জন প্রেসিডিয়াম সদস্য এ মহানগরীর কমিটিগুলোর দেখভালের দায়িত্বে আছেন তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন এবং কারা কত টাকা খেয়েছে তার হিসেবও বের করতে বলেছেন। পদ-বাণিজ্য করে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সেই কমিটিগুলো আর অনুমোদিত হচ্ছে না।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে ওয়ার্ড এবং থানা কমিটিগুলো হচ্ছিল না। এনিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একাধিকবার ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনুরোধ করছিলেন। দীর্ঘ অনুরোধের পর অবশেষে তারা কমিটি চূড়ান্ত করে। কিন্তু এখানে দলের ত্যাগী পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন অনাহূত এবং আগন্তুককে অন্তুর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি ঢাকা উত্তর এবং দক্ষিণের শীর্ষ নেতৃবৃন্দ টাকা খেয়ে কমিটিতে নাম ঢুকিয়েছেন এমন অডিও প্রধানমন্ত্রীর হাতে এসেছে। আর একারনে এই বিষয় নিয়ে আওয়ামী লীগের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য স্বীকার করেছেন যে, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের থানা এবং ওয়ার্ড কমিটি নিয়ে কিছু সমস্যা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্য এবং পদ-বাণিজ্যের কিছু কিছু সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। এবং এ অভিযোগগুলো প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আর একারণে আপাতত কমিটিগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হচ্ছেনা।

শুধু অর্থ নয় কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য গাড়ি পর্যন্ত দেয়ার অভিযোগ এসেছে বলে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন। আর এই বিষয় নিয়ে এখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনুসন্ধান করছেন। অনুসন্ধানের মাধ্যমে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাতত যে কমিটিগুলো ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে দেয়া হয়েছিলো সে কমিটিগুলো অনুমোদিত হচ্ছে না। নতুন করে কমিটি কি ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ করবেন নাকি কেন্দ্র থেকে কমিটিগুলো করা হবে এব্যাপারে এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না: এলজিআরডি উপদেষ্টা

ঠিকানা টিভি ডট প্রেস: সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। আজ রোববার

ঠিকাদারদের তোপের মুখে অফিস ছাড়লেন বিআরইবি’র দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের তোপের মুখে ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি’র) কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ মফিজুল ইসলাম ও সহকারী প্রকৌশলী (এসওডি) মওদুদ

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা হবে আজ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (০২ মে)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দয়া করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ