
মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর মুন্সির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোরে মহাসড়কের ঢাকামুখী লেনে গুরুতর আহত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ধারণা করছে, মহাসড়ক পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।