জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অবরোধ চলে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন শুরু করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় বক্তারা বলেন, কথায় কথায় বলে আমরা নাকি পরীক্ষা দিতে ভয় পাই। তারা কি জানে না দশম গ্রেডে উপসহকারী পদের চাকুরি হয়। সেখানে কি আমরা পরীক্ষা দিয়ে চাকুরিতে যোগদান করি নি। সেখানে তিনটি ধাপে পরীক্ষা দিয়ে চাকুরি নিতে হয়।
এছাড়াও কিছু দিনে আগে পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা হয়েছে। সেখানে একটি পদের বিরুদ্ধে ৬ শত জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরা লড়াই করেছে। এগুলো কি তাদের চোখে পড়ে না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে লড়তে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরাও পড়াশোনা করে তারা তাদের যোগ্যতা অর্থাৎ পরীক্ষা দিয়ে চাকুরী নিতে চায়।
টাঙ্গাইলের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এই অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল।এছাড়াও এই অবরোধ দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ চলে। তবে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, দেড় ঘন্টা ব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কে দু পাশেই প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। যানজটে যাত্রী এবং চালকরা ভোগান্তিতে পড়ে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.