ঢাকার হোটেলে অগ্নিকান্ডে নিহত যশোরের রকি’র বাড়িতে শোকের মাতম

জেমস আব্দুর রহিম রানা: যশোরের কামরুল হাসান রকি লেখাপড়া করতে যান ঢাকায়। পড়াশোনার পাশাপাশি চাকরি করে মেটাতে চেয়েছিলেন খরচ-খরচা। চাকরি নিয়েছিলেন কাচ্চি ভাই রেস্টুরেন্টে হিসাব রক্ষকের। স্বপ্ন ছিল জীবনকে অনেক দূর এগিয়ে নেয়ার। কিন্তু বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে একটি আগুন দুর্ঘটনা তাকে নিয়ে গেল না ফেরার দেশে। আজ তার লাশ বাড়িতে পৌঁছালে ‍সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। কান্না আর আহাজারী ভারী করে তোলে পরিবেশ।

কামরুল হাসান রকির স্বপ্ন ছিল চাকরির পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার। আলিম পাস করার পর ঢাকায় গিয়ে যোগ দেন চাকরিতে। একইসঙ্গে ফাজিল (বিএ) শ্রেণিতে পড়ার জন্য ফরম ফিলআপও করেছেন। কিন্তু রাজধানী ঢাকার বেইলি রোডের ভবনে লাগা আগুনে পুড়ে গেছে সেই স্বপ্ন, শেষ হয়ে গেছে পরিবারের আশা ভরসা।

মাত্র দুই মাস আগে রেস্টুরেন্টে চাকরি নেন যশোরের কামরুল হাবিব রকি (২১)। কর্মরত ছিলেন ঢাকার বেইলী রোডের কাচ্ছিভাই রেস্টুরেন্টে। বৃহস্পতিবার রাতে সেখানে আগুন লাগে। আগুনের মধ্যে আটকা পড়ে মারা গেছেন রকি। দুই মাস পর তিনি বাড়িতে ফিরলেন লাশ হয়ে। নিহত রকির বাড়িতে চলছে শোকের মাতম । স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে উঠেছে। প্রতিবেশীরাও রকি স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস ফেলছেন। সবাই সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। রকির মা রিপা বেগম ও বাবা কবির হোসেন সন্তানের শোকে বাকরূদ্ধ হয়ে পড়েছেন। শুধু সন্তানের জন্য মাতম করছেন তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডে ভয়াবহ আগুনে মারা যাওয়া ৪৬ জনের একজন কামরুল হাবিব রকি (২১)। তিনি যশোর সদরের আরবপুর ইউনিয়নের ধোপাখোলা কারিকরপাড়ার কবির হোসেনের ছেলে।

শুক্রবার বেলা ১১ টার দিকে তার লাশ পৌঁছায় গ্রামের বাড়িতে। তার মৃত্যুর সংবাদে স্বজন, প্রতিবেশীরা ভিড় করে একনজর দেখার জন্য। তাদের আহাজারি, কান্নায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে আগুন লাগার পরপরই রকি তার মায়ের মোবাইলে কল করেছিলেন। কথা বলার একপর্যায়ে মাকে বলেন, আমি বোধ হয় এখান থেকে বেরোতে পারবো না। এরপর কল কেটে যায়। পরে তারা জানতে পারেন মারা গেছে।

নিহত রকির ভাই কামরান হোসেন সাজিম বলেন, তার ভাই ২০২৩ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) পাস করেন। গত বছরের ১৭ ডিসেম্বর তিনি ঢাকায় যান এবং বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে হিসাবরক্ষক হিসেবে যোগ দেন।

বৃহস্পতিবার সেখানে কর্মরত অবস্থায় ভবনটিতে আগুন লাগে। তিনি ভবনের ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়েই রকির মৃত্য হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে এসেছে।

কামরান হোসেন সাজিম বলেন, আমাদের তিন ভাইয়ের মধ্যে রকি সবার বড়। পরিবারের বড় ছেলে হিসেবে চাকরি করে সংসারের হাল ধরেছিল। বাবা ইজিবাইক চালিয়ে সংসার চালান। তাদের দুজনের আয়ে আমাদের সংসার চলত। ভাইকে এভাবে হারাতে হবে কখনো কল্পনাই করিনি।

নিহত রকির দাদা হাসেম আলী বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমাদের রকি ঢাকা গিয়েছিল। এক আগুনে তার নিজের স্বপ্ন আর পরিবারের স্বপ্ন নিঃশেষ হয়ে গেলো মাত্র দুই মাসের ব্যবধানে জল জ্যান্ত তরতাজা একটা প্রাণ আজ লাশ হয়ে ফিরে এসেছে আমাদের কাছে।

নিহতের প্রতিবেশীরা জানান, রকি খুবই ভালো মনের একটা ছেলে। তারা তিন ভাই। সে বড়, মেজো জন নতুনহাট পাবলিক কলেজে পড়াশোনা করছে, ছোট জনের বয়স পাঁচ বছর- সে শারীরিক প্রতিবন্ধী। তার বাবা যশোর শহরে ইজিবাইক চালান।

নিহত রকির মামা জিহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে রকির ম্যাসেঞ্জারে ভিডিও কল দিয়েছিলাম, সে রিসিভ করেনি। পরে আমাকে কল ব্যাক করে বাঁচানোর আকুতি জানায়। আমাকে বলে মামা আমাদের ব্রাঞ্চে ( কাচ্চিভাই বেইলি রোড শাখা) আগুন লাগছে। আমি আটকা পড়েছি। আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর কল কেটে যায়। আমি ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানাই। তারা জানায়, উদ্ধার কাজ চলছে, ধৈর্য ধরুণ। এরপর আমি ঢাকায় রওনা হই। সেখানে গিয়ে হাসপাতালে পাই রকিকে। ততক্ষণে তার মৃত্যু ঘোষণা করেছে।

তিনি বলেন, আমিই রকিকে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ওর চাকরি হওয়ার পর আমিই তাকে ঢাকা চিনিয়েছি। গত ডিসেম্বরে রকি চাকরিতে ঢুকেছে। আজ ওর লাশ নিয়ে বাড়ি ফিরলাম।

ধোপাখোলা গ্রামের মসজিদের ইমাম আব্দুল হালিম বলেন, ঢাকা একটা অভিশপ্ত শহর। প্রায়ই শুনি, আগুন লাগে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ নানা স্বপ্ন নিয়ে ঢাকায় যায় আর লাশ হয়ে বাড়ি ফেরে। আমাদের রকিও তেমন একজন। এত আধুনিক ব্যবস্থা থাকতেও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে পারলো না!

যশোর সদরের আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল রাত ১২টার দিকে ঢাকায় রওনা দিয়েছি। শুনেছি, আগুনে কাচ্চি ভাই রেস্টুরেন্টের দুই জন মারা গেছেন। এর মধ্যে কালকিনি উপজেলার একজন আর যশোরে আমাদের রকি। আজ ভোর ৬টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রওনা দিই।

বেলা ১১টার দিকে যশোরে পৌঁছেছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে: শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার মেজ ছেলে শামীম বিন

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক,ঝুলে আছে প্লট বরাদ্দ কার্যক্রম,উদ্যোক্তারা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার পরও বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু

কে হচ্ছেন পরবর্তী পররাষ্ট্রসচিব

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি বছরের ৫ ডিসেম্বর বর্তমান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে। এরপর মাসুদ বিন মোমেনের উত্তরসূরি কে হবেন

শাহজাদপুরে ৫টি গরু সহ ৪ গরু চোর জনতার হাতে আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: গভীর রাতে গরু চুরি করে চাঁ বিক্রেতার বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ৩ গরু চোরের। পরে জনতার হাতে আটক হয় ৩

ভারতেই আছেন হাসিনা; ভারতীয় কর্মকর্তা

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেখ হাসিনা ভারত

শেখ হাসিনার প্রেতাত্মারাই বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার (১৮