নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে, বাংলাদেশ সময় বুধবার সকাল নয়টা ১০ মিনিটে নিউ ইয়র্ক ত্যাগ করেন তিনি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদানের জন্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত একটা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.