নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের বাস্তবতা যথাযথভাবে বোঝেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
সম্প্রতি এক সেমিনারে তিনি বলেন, ড. ইউনূস বাংলাদেশের মানুষ কীভাবে বাঁচে বা কী চায়, সে সম্পর্কে ধারণা রাখেন না। জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটানোয় তিনি দেশের মাটির বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ছিলেন।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ড. ইউনূস জনগণকে সমালোচনার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন উল্লেখ করে মাসুদ কামাল বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম, তিনি মানুষের কথা শুনবেন এবং ভুল থেকে শিক্ষা নেবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি কেবল সমালোচনা করার আহ্বান দিয়েছেন, শোনার বা সংশোধনের উদ্যোগ নেননি।”
তিনি আরও বলেন, “আমরা সবাই যেন একটি খাঁচার মধ্যে আবদ্ধ। একে অপরকে দেখি, প্রতিবাদ করি, কিন্তু সেই খাঁচা ভাঙতে পারি না। নিজেদের দাবিগুলো জনগণকেই আদায় করতে হবে, অন্য কেউ তা করে দেবে না।”
কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, “যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারাই এখন সেই সুবিধা ভোগ করছে। আমরা সংগ্রাম করি, ত্যাগ স্বীকার করি, কিন্তু শেষ পর্যন্ত অর্জন অন্যরা নিয়ে যায়।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.