নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের প্রায় ৫ ইঞ্চি পুরু স্ল্যাব উল্টে যায়। বাজারে লোকজন কম থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরণের পর আতঙ্কে আশপাশের বাসাবাড়ি থেকে মানুষ বাইরে বের হয়ে আসেন।
আহতদের মধ্যে নূর ইসলাম (৫০) এবং আরও দুই নারী রয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, “বিকট শব্দে হঠাৎ ড্রেনের স্ল্যাব প্রায় তিন ফুট ওপরে উঠে যায়। আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। তখন সবাই আতঙ্কে চিৎকার করে বাইরে ছুটে আসে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেন পরিষ্কার করা হয়। তবে এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.