আলতাফ হোসেন শামীম,চট্টগ্রাম প্রতিনিধি
ডেঙ্গু পরীক্ষার ফি সরকার নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি আদায়ের অভিযোগে একটি বেসরকারি ল্যাবের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কর্তৃপক্ষ।
রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার এলাকার কে বি হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে ডেঙ্গু টেস্ট (এনএস–ওয়ান এবং আইসিটি ফর ডেঙ্গু) ফি প্রতিটি তিনশ টাকায় নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অথচ কে বি হেলথ কেয়ার নামের বেসরকারি এ ল্যাবটি রোগীদের কাছ থেকে আদায় করে ১৫’শ টাকা। যা ডেঙ্গু টেস্টের নির্ধারিত ফি’র চেয়ে আরও ১২’শ টাকা বাড়তি নিচ্ছিলো ওই প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি বলেন, ‘সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের সুযোগ নেই। যেসকল প্রতিষ্ঠান বাড়তি ফি আদায় করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলেই আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করি।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.