অনলাইন ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) অন্তত পাঁচ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৫ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৫২৭ জন।,
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটির ২ জন করে এবং ঢাকা দক্ষিণ সিটির একজন ডেঙ্গুতে মারা গেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ১০৯৮ জন ঢাকার বাইরে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.