‘ডিসেম্বরে কাউন্সিল করতে চায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: আন্দোলন এবং সংগঠন দুটিই পাশাপাশি চালাতে চায় বিএনপি। একদিকে যেমন সরকার বিরোধী আন্দোলনকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি, অন্যদিকে আগামী ডিসেম্বরের মধ্যে সংগঠন গোছানোরও পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি এখন সংগঠনকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক বিন্যাস ঠিক করার ওপরই সবচেয়ে বেশি নজর দিচ্ছে। আর এই নজর দেওয়ার প্রেক্ষিতেই আগামী ডিসেম্বরের মধ্যে অষ্টম কাউন্সিল করতে চায় বিএনপি। আর এই কাউন্সিলের ব্যাপারে ইতোমধ্যে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্ত হয়েছেন। শুক্রবারই তার সাথে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা হয়েছে এবং এই আলোচনায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সংগঠনকে গোছানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপির একাধিক নেতা বলেছেন যে,কৌশলগত কারণে বিএনপি এখন সংগঠন গোছাতে মনোযোগ দেবে। প্রথমত, সামনের দিনগুলোতে আন্দোলন করা কঠিন হয়ে পড়বে। কারণ, ক’দিনের মধ্যে রোজা শুরু হচ্ছে। এরপর পবিত্র ঈদুল ফিতর। তারপর বর্ষাকাল। এই সময় বড় ধরনের আন্দোলন গড়ে তুললেও তা সফল হবে না। এছাড়া ২৮ অক্টোবরের পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা রকম সঙ্কট, সমস্যা এবং হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সফলভাবে নির্বাচন করার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা বেড়ে গেছে।

বিএনপির অনেকেই মনে করছেন, তাদের রাজনৈতিক কৌশল ভুল ছিল। এর ফলে অনেক নেতাই এখন দলে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাছাড়া বিএনপির মাঠ পর্যায়ের বহু নেতা কারাগারেই আছেন অথবা আত্মগোপন করে আছেন। এরকম বাস্তবতায় বিএনপির পক্ষে এই সাংগঠনিক শক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আর এটি বিএনপির শীর্ষ স্থানে তারা অনুভব করছেন।

তবে বিএনপির নেতারা মনে করছেন যে, মাঠ থেকে উঠে আসলে সেটি আরও সর্বনাশ হবে। এজন্য মাঠের আন্দোলন অব্যাহত রাখতে চায় বিএনপি। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের চেয়ে বিএনপি জোর দেবে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ইত্যাদি বিষয়কে সামনে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে দলটি।’

বিএনপির নেতারা মনে করছেন, সামনে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর এই পরিস্থিতিতে বিএনপি কিছু কর্মসূচি গ্রহণ করতে চায়। ইস্যু ভিত্তিক কর্মসূচির মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটিকেও তারা বাঁচিয়ে রাখতে চায়। এ রকম একটি পরিস্থিতিতে আস্তে আস্তে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোটাই বিএনপির প্রধান লক্ষ্য। এই আন্দোলনের কর্মসূচির মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিএনপি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। আগামী সাতদিনের মধ্যে এই পরিকল্পনা চূড়ান্ত হবে বলে বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন।

তৃণমূল থেকে শুরু করে ঢাকার কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করা, জেলা উপজেলা পর্যায়ের কমিটি করা, যারা অকার্যকর এবং নিষ্ক্রিয় তাদেরকে বসিয়ে দিয়ে মাঠে যারা রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করছেন তাদেরকে নেতৃত্বে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। একই ভাবে স্থায়ী কমিটিতে নতুন মুখ সংযোজন করা, স্থায়ী কমিটিকে আরও কার্যকর করা এবং এর ধারাবাহিকতায় একটি কাউন্সিল অধিবেশন ডিসেম্বরের মধ্যে করার পরিকল্পনা নিচ্ছে বিএনপি।

বিএনপি মনে করছে যে, এই কাউন্সিলের পর থেকেই বিএনপি সরকারের বিরুদ্ধে জোরেশোরে আন্দোলন করবে এবং সেই আন্দোলনের মাধ্যমেই তারা কিছু অর্জন করতে পারবে। এখন আন্দোলন নয় সংগঠনের ওপরই বেশি মনোযোগ দিতে চায় বিএনপি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক: গত মার্চে ভারতে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ৮০ লাখ অ্যাকাউন্টের মধ্যে ব্যবহারকারীদের কোন রিপোর্ট ছাড়াই প্রায় ১৪ লাখ অ্যাকাউন্ট

আজিমপুরের চুরি হওয়া সেই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশু কন্যা জাইফা আক্তারকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় গণমাধ্যমে

বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায়

তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

ঠিকানা টিভি ডট প্রেস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান, আনিসুল ও পলককে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের গ্রেফতার সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনাকর্মকর্তাসহ ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)। সকালে তাদেরকে

‘পিটার ডি হাস: অর্জনের চেয়ে বিতর্ক বেশি’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্বে দুই বছর পূর্ণ করলেন। এ উপলক্ষে তিনি বিভিন্ন প্রভাবশালী জাতীয় দৈনিকে প্রতিবেদন লিখেছেন। সেই প্রতিবেদনে