ডিসেম্বরের মধ্যে ১৩ জেলার দেড় কোটি মানুষ খাদ্যসংকটে

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ ১৩ জেলার প্রায় দেড় কোটি মানুষ বড় ধরনের খাদ্যসংকটে পড়তে পারে। একই সময়ে তীব্র অপুষ্টিতে ভুগবে প্রায় ১৬ লাখ শিশু। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের তিন সংস্থা—খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও শিশু তহবিল (ইউনিসেফ)—প্রস্তুতকৃত ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, মে থেকে ডিসেম্বর মেয়াদে বিশ্লেষিত জেলাগুলোর ১৭ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে।

ঝুঁকিতে ১৩ জেলা

প্রতিবেদন অনুযায়ী, মে থেকে ডিসেম্বরের মধ্যে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজারে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ খাদ্যসংকটে পড়বে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ সংখ্যা ছিল ১ কোটি ৫৫ লাখ।

সবচেয়ে বিপর্যস্ত জেলা কক্সবাজারে স্থানীয় জনগণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরাও চরম সংকটে পড়ছে। জেলাটির প্রায় ৩০ শতাংশ মানুষ খাদ্যসংকটে রয়েছে। কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশ ডিসেম্বরের মধ্যে সংকট বা জরুরি অবস্থার পর্যায়ে পৌঁছাতে পারে।

অপুষ্টির আশঙ্কা

আইপিসি প্রতিবেদনে বলা হয়েছে, ১৮টি দুর্যোগপ্রবণ জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। একই সময়ে ১ লাখ ১৭ হাজার অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদায়ী মা তীব্র পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা জনগোষ্ঠীর ৮১ হাজার শিশু ও ৫ হাজার মা একই পরিস্থিতিতে পড়তে পারে।

সার্বিক চিত্র

প্রতিবেদনে ৩৬ জেলার ৯ কোটি ৬৬ লাখের বেশি মানুষের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কোনো জেলা জরুরি অবস্থা বা দুর্ভিক্ষের পর্যায়ে ছিল না। ডিসেম্বর নাগাদও ধাপ–৫ অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা নেই।

পূর্ববর্তী বছরের তুলনায় সামগ্রিকভাবে খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা কিছুটা কমলেও জলবায়ু বিপর্যয়, অর্থনৈতিক মন্দা, তহবিল ঘাটতি, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং খাদ্যবৈচিত্র্যের অভাব পরিস্থিতি অবনতির ঝুঁকি বাড়াচ্ছে।

সুপারিশ

পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা জোরদার করা, পুষ্টিসেবা ও নজরদারি বৃদ্ধি, কৃষি ও মৎস্য খাতে সহায়তা সম্প্রসারণ এবং খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার সুপারিশ করেছে প্রতিবেদনটি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় সেনাপ্রধানের ‘আপত্তি’ ছিল: ভিডিও বার্তায় আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নিয়োগ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ‘ভেটো’ (আপত্তি) ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

রাকসু নির্বাচন: বিরিয়ানি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার

আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

দক্ষিণ সিটি মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ

আলোচিত ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়