আন্তর্জাতিক ডেস্ক: ডিমের তরকারি রান্না করতে রাজি না হওয়ায় প্রেমিকাকে কুপিয়ে হত্যা করেছে প্রেমিক।
ভারতের হরিয়ানার গুরুগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে, বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়, প্রেমিকাকে হত্যাকারীর নাম লল্লন যাদব। লল্লন এর বয়স ৩৫ বছর। বিহারের মাধেপুরা জেলার আওরাহি গ্রামের বাসিন্দা তিনি।
শনিবার (১৬ মার্চ') দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতের নাম অঞ্জলি (৩২) তিনি কাগজ কুড়ানোর কাজ করতেন।
পুলিশ জানায়, শনিবার (১৬ মার্চ) চৌমা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে অঞ্জলির অর্ধগলিত মরদেহ দেখতে পান ওই বাড়ির তত্ত্বাবধায়ক। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে, লল্লন নামের এক যুবক নিহতের সঙ্গে থাকতেন।
পুলিশ লল্লনকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যা কথা স্বীকার করেন।
লল্লন জানায়, ঘটনার সময় তিনি মাতাল ছিলেন। তার হিতাহিত জ্ঞান ছিল না সে সময়। রাগের বসে অঞ্জলিকে বেল্ট দিয়ে পেটান ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে প্রেমিকা অঞ্জলি জ্ঞান হারান। এরপর আহতকে অঞ্জলিকে কুপিয়ে খুন করে লাশ ফেলে দিয়ে আসেন।
পুলিশ আরও জানায়, ছয় বছর আগে সাপের কামড়ে লল্লনের স্ত্রী মারা গিয়েছিলেন। তারপরে তিনি দিল্লিতে চলে আসেন। প্রায় সাত মাস আগে অঞ্জলির সঙ্গে পরিচয় হয় লল্লনের। দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.