ডিবি হেফাজতে সাত দিন: চাপ, অনশন ও প্রতিরোধের গল্প

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে তা রূপ নেয় এক বৃহৎ গণআন্দোলনে। আন্দোলনের নেতৃত্ব ছিন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছয়জন সমন্বয়ককে তুলে নিয়ে যায় রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। সেখানে টানা সাত দিন ধরে তাদের ওপর চলে মানসিক চাপ, জিজ্ঞাসাবাদ, হুমকি, অপমান এবং নাটকীয় ভিডিও রেকর্ডিংয়ের প্রক্রিয়া।

এসময় কোনো প্রকার মামলা ছাড়াই তাদের আটকে রাখা হয়, যা ছিল স্পষ্ট আইনি ও মানবাধিকার লঙ্ঘন। সংবিধানের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা এবং আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করার কথা বলা হলেও তা মানা হয়নি।

‌তুলে নেওয়া হয় যেভাবে

২৬ জুলাই গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নেওয়া হয়। ২৭ জুলাই সায়েন্সল্যাব এলাকা থেকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং ২৮ জুলাই নিজ বাসা থেকে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে।

‌চাপ ও নির্যাতনের বিবরণ

ডিবি হেফাজতে চলতে থাকে জিজ্ঞাসাবাদ ও চাপ প্রয়োগ। পরিবারের সদস্যদের ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়, দেখা করতে দেওয়া হয়নি। সমন্বয়কারীদের ভাষ্যমতে, ভিডিও স্টেটমেন্ট আদায়ে জোরাজুরি করা হয় এবং অনশন কর্মসূচি গোপন রাখা হয়।

আবু বাকের মজুমদার জানান, “প্রথম দিনেই পিস্তল তাক করে ভয় দেখানো হয়। খাবার দিলেও আমরা খেতে চাইতাম না। একপর্যায়ে আমরা অনশনে যাই।” তিনি অভিযোগ করেন, “ডিবির কেউ কেউ গুলি চালনার হিসাব দিচ্ছিল—কেউ দিনে ৪৩টি, কেউ ২-৩টি। যাদের গুলির সংখ্যা বেশি, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে হয়েছে।”

‌বাথরুমের পাশে আটকে রাখা

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাকে সারাক্ষণ বাথরুমের সামনে রাখা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত এডিসি নানা ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। পরিবারের সদস্যদের নিয়েও হুমকি দেওয়া হয়।”

‌সাহসী পদক্ষেপ: অনশন

৩০ জুলাই শুরু হয় অনশন। প্রথমে তিনজন, পরে আরও তিনজন এতে যুক্ত হন। প্রায় ৩২ ঘণ্টা অনশন চলার পর ১ আগস্ট দুপুরে পরিবারের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়। অনশন ভাঙার পূর্বে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন তারা।

‌মুক্তির পর আবার আন্দোলনের ডাক

ছাড়া পাওয়ার পর আন্দোলনের সমন্বয়কারীরা জানান, “আমরা নিরাপত্তার নামে আটক চাইনি, চেয়েছি মতপ্রকাশের অধিকার।” তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের রাজপথে নামার আহ্বান জানান।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মাওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মাওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা

বেলকুচির আদাচাকীতে”দারুস সালাম জামে মসজিদের উদ্বোধন! 

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার”সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী আদাচাকী গ্রামের পূর্ব পাড়ায় নব নির্মিত “দারুস সালাম জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ)

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য

ছনুয়া ইউনিয়ন জামায়াতের কমিটিতে আমীর আব্দুর রশীদ, সেক্রেটারী ফয়সাল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন

ঈদের ছুটি বাড়ল একদিন

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে এ ছুটি কার্যকর হচ্ছে। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর

এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনও পরিকল্পনা নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের আন্দোলন এবং পরে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন