ডিবি হেফাজতে সাত দিন: চাপ, অনশন ও প্রতিরোধের গল্প

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে তা রূপ নেয় এক বৃহৎ গণআন্দোলনে। আন্দোলনের নেতৃত্ব ছিন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছয়জন সমন্বয়ককে তুলে নিয়ে যায় রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। সেখানে টানা সাত দিন ধরে তাদের ওপর চলে মানসিক চাপ, জিজ্ঞাসাবাদ, হুমকি, অপমান এবং নাটকীয় ভিডিও রেকর্ডিংয়ের প্রক্রিয়া।

এসময় কোনো প্রকার মামলা ছাড়াই তাদের আটকে রাখা হয়, যা ছিল স্পষ্ট আইনি ও মানবাধিকার লঙ্ঘন। সংবিধানের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা এবং আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করার কথা বলা হলেও তা মানা হয়নি।

‌তুলে নেওয়া হয় যেভাবে

২৬ জুলাই গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নেওয়া হয়। ২৭ জুলাই সায়েন্সল্যাব এলাকা থেকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং ২৮ জুলাই নিজ বাসা থেকে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে।

‌চাপ ও নির্যাতনের বিবরণ

ডিবি হেফাজতে চলতে থাকে জিজ্ঞাসাবাদ ও চাপ প্রয়োগ। পরিবারের সদস্যদের ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়, দেখা করতে দেওয়া হয়নি। সমন্বয়কারীদের ভাষ্যমতে, ভিডিও স্টেটমেন্ট আদায়ে জোরাজুরি করা হয় এবং অনশন কর্মসূচি গোপন রাখা হয়।

আবু বাকের মজুমদার জানান, “প্রথম দিনেই পিস্তল তাক করে ভয় দেখানো হয়। খাবার দিলেও আমরা খেতে চাইতাম না। একপর্যায়ে আমরা অনশনে যাই।” তিনি অভিযোগ করেন, “ডিবির কেউ কেউ গুলি চালনার হিসাব দিচ্ছিল—কেউ দিনে ৪৩টি, কেউ ২-৩টি। যাদের গুলির সংখ্যা বেশি, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে হয়েছে।”

‌বাথরুমের পাশে আটকে রাখা

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাকে সারাক্ষণ বাথরুমের সামনে রাখা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত এডিসি নানা ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। পরিবারের সদস্যদের নিয়েও হুমকি দেওয়া হয়।”

‌সাহসী পদক্ষেপ: অনশন

৩০ জুলাই শুরু হয় অনশন। প্রথমে তিনজন, পরে আরও তিনজন এতে যুক্ত হন। প্রায় ৩২ ঘণ্টা অনশন চলার পর ১ আগস্ট দুপুরে পরিবারের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়। অনশন ভাঙার পূর্বে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন তারা।

‌মুক্তির পর আবার আন্দোলনের ডাক

ছাড়া পাওয়ার পর আন্দোলনের সমন্বয়কারীরা জানান, “আমরা নিরাপত্তার নামে আটক চাইনি, চেয়েছি মতপ্রকাশের অধিকার।” তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের রাজপথে নামার আহ্বান জানান।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানার স্বার্থ-সংশ্লিষ্ট

৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে ভারত। শনিবার (২২ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার।

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ

কর্মচারীকে মালিক সাজিয়ে আরও ২১ কোটি লোপাট, আসামি সাইফুজ্জামান সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক: কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকার কারওয়ান বাজার শাখা থেকে মোট ২১ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের

তাড়াশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এসএসসি পরীক্ষায়  জিপিএ -৫ প্রাপ্ত   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) নওগাঁ ডিগ্রী কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন