নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ জন প্রক্সি দেওয়ার সময় হাতে-নাতে আটক হন।
শনিবার অনুষ্ঠিত ডিএনসির ১৭তম ও ১৮তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন।
ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ জানান, সংস্থার কার্যক্রম আরও সুদৃঢ় করার লক্ষ্যে গত ৬ আগস্ট সিপাহী (১৭তম গ্রেড) পদে ১০৫টি এবং ওয়্যারলেস অপারেটর (১৮তম গ্রেড) পদে ১২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে সিপাহী পদে প্রায় ২৬ হাজার এবং ওয়্যারলেস অপারেটর পদে প্রায় ১১ হাজার প্রার্থী আবেদন করেন। বিভিন্ন ধাপের শারীরিক ফিটনেস ও প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য সিপাহী পদে ১,১৫৪ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৬ জনকে যোগ্য বিবেচনা করা হয়।,
শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সিপাহী পদে ১,০৮২ জন ও ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি কর্তৃপক্ষ একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রকে শনাক্ত করে এবং পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থা নেয়।
পরীক্ষাকালীন অনিয়ম ধরা পড়লে মোট ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উদ্ধারকৃত প্রতারণার সরঞ্জামগুলো ছিল অত্যাধুনিক স্পাই কমিউনিকেশন ডিভাইস, যা দুটি অংশে বিভক্ত— ইয়ারপিস মাইক্রোফোন এবং জিএসএম কার্ড (ক্রেডিট কার্ড আকৃতির ডিভাইস)।
ডিএনসি সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সক্রিয় ছিল। তবে এবার আগে থেকেই সতর্ক অবস্থান নেওয়ায় চক্রের সদস্যদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.