নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর খুলশী এলাকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তা জানতে এবং প্রতিবাদ জানাতেই তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন।
নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, “শান্তিপূর্ণভাবে একজন অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করতে গিয়েও যদি হামলার শিকার হতে হয়, তাহলে আইনের শাসন কোথায়? আমরা জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা চাই।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.