
যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র আল কুরআন হলো আল্লাহর জীবন্ত মোজেজা, যা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে। যারা নিজেরা কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়, তারা উত্তম মানুষ হিসেবে বিবেচিত হবেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক ছিলেন ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। এছাড়া বক্তব্য রাখেন চৌগাছা কামিল মাদরাসার শিক্ষক মাওলানা গোলাম মোরশেদ ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মশিউর রহমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কবির বিন সামাদ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এতে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











