ঠিকাদারদের তোপের মুখে অফিস ছাড়লেন বিআরইবি’র দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের তোপের মুখে ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি’র) কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ মফিজুল ইসলাম ও সহকারী প্রকৌশলী (এসওডি) মওদুদ আহমেদ তমালকে অপসারণ করলো ময়মনসিংহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়।

কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির আন্দোলনে তোপের মুখে ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা শহরের গাইটাল (বিআরইবি’র) কিশোরগঞ্জ কার্যালয় থেকে অপসারীত হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

বেলা বারোটায় পূর্বঘোষিত কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির একদফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও অফিস ঘেরাও কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা অফিস ঘেরাও কর্মসূচিতে অফিসের কার্যক্রম বন্ধ করে নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীসহ সবাইকে অফিস থেকে বের করে দেয়। নির্বাহী প্রকৌশলী বাহিরে এসে মুঠোফোনে উর্ধ্বতন কর্মকতাকে অবহিত করলে, ত্বত্তাবধায়ক প্রকৌশলি রেজাউল করিম তাকে ময়মনসিংহ অফিসে চলে আসার নির্দেশ দেন।

পরে আন্দোলনকারীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল নিয়ে মুকশেদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে প্রবেশ করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ ইমদাদুল ইসলামের কাছে আরও কিছু দাবি-দাওয়া পেশ করেন।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আন্দোলনের প্রধান সমন্বয়ক তানভির হাসনাইন বলেন,আমরা (পবিস) এর ইস্যুকৃত কাজের মালামালের চাহিদাপত্র নিয়ে গেলে (বিআরইবি’র) নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীর সাথে আগে রফাদফা করতে হয়! প্রতি কার্যাদেশের জন্য তাদেরকে ২০ হাজার টাকা করে দিতে হবে নইলে আমাদের মালামাল ইস্যু করবেন না। তিনি আরো বলেন এইসব বিষয়ে আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি তাই আজকে আন্দোলনে বাধ্য হয়েছি।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি এনামুল কবির জুলহাস বলেন, এই ঘুষখোরা দুর্নীতিবাজ অফিসারদের জন্য আমরা সঠিকভাবে কাজ করতে পারিনা তাই তাদের অপসারণের দাবিতে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আজ দুজন ঘুষখোরা দুর্নীতিবাজ কর্মকর্তা অপসারীত হয়ে চলে যেতে বাধ্য হন।

এ ব্যাপারে বিআরইবি কিশোরগঞ্জের স্থানীয় অফিসের নির্বাহী প্রকৌশলী (এসওডি’) মোঃ মফিজুল ইসলাম এর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের তুপের মুখে আমি অফিস থেকে বের হতে বাধ্য হই। কিন্তু তারা অফিসে এসে উচ্চ-বাচ্ছ আচরণ ছাড়া কাউকে নির্যাতন বা অফিসের কোনো ক্ষয়ক্ষতি করেনি।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ ইমদাদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এব্যাপারে অবগত হয়েছি এবং আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। উনারাই অচিরেই একটা ভালো স্বীদ্ধান্ত নিবেন।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি এনামুল কবির জুলহাস, সাধারণ সম্পাদক আ: কাইয়ুম, আন্দোলনের প্রধান সমন্বয়ক তানভীর হাছনাইন, সহ-সমন্বয়ক সোহেল রানা, জসিম উদ্দিন, রুমেল সহ সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ আন্দোলনে অংশ গ্রহণ করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: এবারের বৈশাখেও বসছে না পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় দুই বাংলার এই

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী

অন্তঃসত্ত্বা নারীকে ‘ধর্ষণচেষ্টা’ স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, তাকে ধর্ষণের চেষ্টা কালে তার

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে আনব: সাজ্জাদের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তাঁর স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কমিটিতে আমীর আনোয়ারুল আলম, সেক্রেটারী বদরুল হক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট