অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করেছেন ইরানের এক প্রভাবশালী কট্টরপন্থি আলেম। একইসঙ্গে বিশ্বের মুসলিমদের এ ‘ধর্মীয় দায়িত্ব’ পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, সোমবার এক ভাষণে এ আহ্বান জানান আলিরেজা পানাহিয়ান, যিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত। বক্তব্যে তিনি বলেন, ‘খামেনিকে হত্যার হুমকি দেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যারা এটি করে, তারা মোহারেব বা আল্লাহর শত্রু।’
তিনি আরও বলেন, ‘এই অপরাধীদের (ট্রাম্প ও নেতানিয়াহু) দমন করা শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় কর্তব্যও।’
পানাহিয়ান তার বক্তব্যে ইরানের শীর্ষ শিয়া আলেমদের জারি করা ফতোয়ার প্রতি সমর্থনও ব্যক্ত করেন। শিয়া ইসলামী ফিকাহ মতে, কাউকে মোহারেব ঘোষণা করা এবং তার বিরুদ্ধে ফতোয়া জারি হলে, সেটি কার্যকর করাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি সর্বোচ্চ নেতা খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা চেষ্টার আশঙ্কায় তিনি গোপন স্থানে অবস্থান করছেন।
এই বক্তব্য ও ফতোয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলো এই ধরনের ধর্মীয় উসকানিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.