অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস। এর মধ্যে বন্দি মুক্তির বিষয়টিও রয়েছে। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়গুলো এড়িয়ে গিয়ে সংগঠনটি বলেছে, এ নিয়ে আরও আলোচনা চালানো হবে। খবর রয়টার্সের
রয়টার্সের দেখা একটি বিবৃতির অনুলিপির মাধ্যমে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনার জবাব দিয়েছে হামাস। এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প।
পরিকল্পনার শর্তাবলী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও আলোচনায় অংশ নিতে রাজি হবে কি না, তা স্পষ্ট নয়।,
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রর চাওয়ার পরেও হামাস জানায়নি যে তারা গাজাকে নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি বিলুপ্ত করতে রাজি কি না। এর আগেও হামাস এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এছাড়া গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও হামাস রাজি হয়নি, তারা তাৎক্ষণিক এবং একেবারেই সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে।
এদিকে হামাসের এমন জবাবে হোয়াইট হাউস এবং ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি।
এর আগে শুক্রবারের মধ্যেই হামাসকে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে বা গুরুতর পরিণতি ভোগ করতে বলেছিলেন ট্রাম্প। আর সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল ইসরায়েল।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.