অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ পোহাতে পারবেন না। একটি ছোট ড্রোন তার নাভিতেই আঘাত হানতে পারে।”
ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন ‘ব্লাড প্যাক্ট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ১০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে তারা ৪ কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছে।
এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামি দণ্ডবিধি ‘মোহারেবেহ’ প্রয়োগের দাবিও তুলেছেন কয়েকজন শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতা।
তবে নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এসব হুমকি থেকে তার সরকারকে আলাদা করে দেখাতে চাইলেও খামেনির ঘনিষ্ঠ সংবাদপত্র ‘কায়হান’ তার বক্তব্যকে ‘আদর্শবিরোধী’ বলে নাকচ করে দিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে ঘিরে ইরানে প্রতিশোধের আবহ চলছে। সম্প্রতি নতুন করে হুমকি ও তহবিল গঠনের ঘোষণা পরিস্থিতি আবার উত্তপ্ত করে তুলেছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.