রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. সাঈদ আহমেদ সাইদুল ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাঙ্গাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ীয়া বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মজিবর রহমান তালুকদার। বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ও রায়গঞ্জ উপজেলা আহ্বায়ক মো. মনিরুল ইসলাম লাবু, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা মাহমুদুল হাসান (মজনু)সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়ন বঞ্চনা ও নানা অনিয়মের কারণে মানুষ নতুন নেতৃত্বের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে সাঈদ আহমেদ সাইফুল ইসলাম মাঠে নেমেছেন। তিনি সততা, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিচিতি সভায় বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সভার ব্যানারে নির্বাচনী প্রতীক হিসেবে ‘ট্রাক মার্কা’ ব্যবহার করে ভোটারদের সমর্থন কামনা করা হয়। আয়োজকরা জানান, এটি ছিল নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভা।
সভায় এমপি প্রার্থী সাঈদ আহমেদ সাইদুল ইসলাম বলেন, “আমি মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করতে চাই। জনগণ যদি আমাকে মূল্যায়ন করে তবে তাদের কষ্ট ও দুঃখ লাঘবের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” পরিচিতি সভা শেষে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.