অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে গুয়াডালুপ নদীর তীরে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা শিশুরা। উদ্ধার কাজ চলছে, কিন্তু বন্যার পানি বৃদ্ধি এবং রাস্তা ডুবার কারণে ত্রাণকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
লে. গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, হান্টে নদীর তীরে অবস্থিত একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে কমপক্ষে ২০ জন মেয়ে নিখোঁজ। ১৪টি হেলিকপ্টার ও শতাধিক উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। কের কাউন্টি শেরিফ বাসিন্দাদের নিরাপদ থাকার জন্য ঘরে থাকার আহ্বান জানিয়ে বিশেষ সতর্কতা জারি করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে ৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৯০-এর দশকের পর সর্বোচ্চ। গুয়াডালুপ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ২৯ ফুট উচ্চতায় পৌঁছেছে, যা এ অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জননিরাপত্তা বিভাগ এই মর্মান্তিক ঘটনার ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করেছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.