প্রতিনিধি, কক্সবাজার: টেকনাফের নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত যুবক মোঃ আমিনের ছেলে মো. জুবায়ের (২৫)।
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাঁচ টাংকির মোড় নামক স্থানে সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ হন ওই যুবক। পরে তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইউসুফ জালাল বলেন, সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে শুনি আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে, পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তসল্লী বিনতে ফয়েজী বলেন, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসা, সে হাসপাতালে আসার পূর্বে মৃত্যুবরন করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি, রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.