টিসিবির পণ্য নিয়ে অসহায়দের সঙ্গে ঠকবাজি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে টিসিবির কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভনে অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইউসুফ, তাঁতিদলের ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জয়নাল ও স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল মোমিনের নাম উঠে এসেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে পূর্ব গারদহ রশিদ মার্কেট এলাকায় টিসিবির চার ধরনের পণ্য—২ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি গ্রাহকদের মাঝে ৫৭০ টাকায় বিক্রি করা হয়। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম দুদু খান ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন। এ ঘটনায় ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

অভিযোগ রয়েছে, বাগবাটি ইউনিয়নের পশ্চিম গারদহ, কানগাতি, খোরাগাতি ও পূর্ব গারদহসহ ইউনিয়নজুড়ে প্রায় ৯শ মানুষের কাছ থেকে সরকার ঘোষিত টিসিবির পণ্য দেওয়ার কথা বলে ৭৬৫ জনের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। প্রশাসনের সুবিধা ও সরকারি ভর্তুকিপ্রাপ্ত পণ্য পাওয়ার আশ্বাসে এই অর্থ নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্ড পাননি ভুক্তভোগীরা। ফলে ক্ষোভে ফুঁসছেন তারা। এদিকে টাকা নেওয়ার এক মাস পার হলেও কার্ড পাননি। ইউসুফ ও জয়নাল নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। পল্লী চিকিৎসক মোমিনও টাকা গ্রহণ করেছেন। পরে অভিযুক্তরা পাইকারি দোকান থেকে পণ্য কিনে খুচরা বিক্রির মাধ্যমে প্রতারণার নতুন কৌশল অবলম্বন করেন। এতে প্রতিদিন লোকজন টাকা ফেরতের দাবিতে তাদের দ্বারে দ্বারে ঘুরছেন।

অভিযোগের বিষয়ে ইউসুফ ও জয়নাল স্বীকার করে বলেন, আমরা জনপ্রতি ৫০০ টাকা নিয়েছি। আজ ৫৭০ টাকা গ্রহন করে টিসিবি পণ্য দিয়েছি। পর্যায়ক্রমে এভাবে সবাইকে দিয়ে দিবো। রাজনৈতিক পরিচয় ও প্রভাব থাকায় মানুষ স্বেচ্ছায় টাকা দিয়েছে।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মুন্না বলেন, টিসিবির ডিলার পাবো। এর আগে নিয়ম অনুযায়ী পূর্বে গ্রাহক সৃষ্টি করে এই নিয়ম পালন করে যাচ্ছি। এর কোন দোষের কিছু নেই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, সরকারি প্রণোদনা ও নানান সুযোগ সুবিধা বিভিন্ন প্রচার প্রচারনায় জনগণকে জানিয়ে দেওয়া হয়। এ ধরনের প্রতারণা জনসচেতনতা সৃষ্টিতে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। এবিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজনই একই প‌রিবা‌রের

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। নিহত আটজ‌নের ম‌ধ্যে সাতজনই একই প‌রিবা‌রের। তা‌দের সবার বাড়িই কু‌ষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের ধর্মদহ গ্রা‌মে।

রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ

বাস চালককে অন্যায়ভাবে মারপিটের অভিযোগ উঠেছে শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান ও তার ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাস যাতায়াতকে কেন্দ্র করে বাস চালক রিপনকে ক্ষমতার প্রভাব খাটিতে জোড়পুর্বক বাড়ি থেকে তুলে এনে গণপিটুনী দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক

ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কমেছে কিশোর গ্যাংয়ের উৎপাত, কমেছে চাঁদাবাজী, নেই মারামারি। কিশোর গ্যাংয়ের মদদদাতা উপজেলা পরিষদের সাবেক একজন ভাইস চেয়ারম্যান আত্মগোপনে থাকায়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার থেকে এমইভি দেওয়া শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ওয়ার্ক ভিজিট

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা