
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যৌন নিগ্রহকারীদের সর্বচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মাননবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব আহমেদ শরসা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম-সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ। মাননবন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, সারাদেশে যৌন নিগ্রহ ও নারী নির্যাতন অনেক বেড়ে গেছে। অতিদ্রুত যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যৌন নিগ্রহকারীদের সর্বাচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।