টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে, সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এর মধ্যে আমিনুল ট্রাকচালক এবং বাবু ট্রাকের হেলপার। মোজাহিদ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হবিগঞ্জ থেকে একজন মাদক ব্যবসায়ী তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছেন। সোমবার রাতে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.